চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ৯ জানুয়ারীর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ১৯৭৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চীনের জি ডি পির বার্ষিক বৃদ্ধিহার ৯.৬ শতাংশে উন্নীত হয়েছে , এটা আগের প্রকাশিত হারের চেয়ে ০.২ শতাংশ বেশী ।
গত বছরের ডিসেম্বর মাসে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সদ্য সমাপ্ত অর্থনৈতিক জরিপের ফলাফল অনুসারে ২০০৪ সালের জি ডি পির মোট মূল্য ২.৩ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে । এর কল্যানে ২০০৪ সালে পৃথিবীতে চীনের জি ডি পির স্থান ষষ্ঠে উন্নীত হয়েছে ।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক নিয়ম অনুসারে ২০০৪ সালের আগের বছরগুলোর জি ডি পির সংখ্যাও সংশোধন করেছে ।
|