v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-09 17:30:12    
৯ জানুয়ারী

cri
    ব্রিটিশ সৈন্যবাহনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়

    ১৯১৫ সালের ৯ জানুয়ারী ব্রিটিশ সৈন্যবাহিনী গালিবুলি যুদ্ধে যোগ দেয়।

    যুদ্ধের প্রতিবাদে রাশিয়ার বিভিন্ন শহরে ধর্মঘট পালিত হয়

    ১৯১৭ সালের ৯ জানুয়ারী যুদ্ধে রাশিয়ার যোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে ধর্মঘট পালন করা হয়। কিন্তু রাশিয়ার জা সরকারের সৈন্যবাহিনী বিক্ষোভকারীদের দমন করে। প্রথম মহা যুদ্ধে রাশিয়ার অজস্র সৈন্যের হতাহত হয়। ইতোমধ্যে রাশিয়ার কতৃর্পক্ষ পরিবহণের উন্নয়ন আর খাদ্যের বন্টনের দিকে উদাসীন ছিল।

    জাপানের সৈন্যবাহিনী কুয়ালালাপু দখল করে

    ১৯৪২ সালের ৯ জানুয়ারী জাপানের সৈন্যবাহিনী মালয়েসিয়ার রাজধানী কুয়ালালাপুর দখল করে।

    মার্কিন সৈন্য আর পানামার জনগণের মধ্যে সংঘর্ষ ঘটে

    ১৯৬৪ সালের ৯ জানুয়ারী পানামা খাল এলাকায় মার্কিন সৈন্য আর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ২১জন পানাম্যানিয়ন নিহত , ৪জন মার্কিন সৈন্য প্রাণ হারায়। সে বছরের ১১ জানুয়ারী দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিছিন্ন হয়। তা ছাড়া পানামা খাল অঞ্চলের চুক্তিও বাতিল করা হয়।সে বছরের ৩ এপ্রিল দু'দেশের মধ্যে কুটনৈতিক সম্পর্ক পূণপ্রতিষ্ঠিত হয়।

    ওপেক প্রতিষ্ঠিত হয়

    ১৯৬৮ সালের ৯ জানুয়ারী সৌদি আরব, কুওয়েত আর লিবিয়ার যৌথ উদ্যোগে আরব তেল দাতা দেশের সংস্থা প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার সদর দফতর কুওয়েতে ।

    ৬৩জন দুবৃর্ত্তকে মৃত্যুদন্ড দেওয়া হয়

    ১৯৮০ সালের ৯ জানুয়ারী যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের কতৃর্পক্ষ ঘোষণা করেন যে, ১৯৭৯ সালের নভেম্বর ইরানের শিয়া সম্প্রদায়ীরা মেক্কর মসজিদে আক্রমন করে। পরিসংখ্যাণ অনুসারে ৭০০জন ব্যক্তি সেবারকার দাংগাহাংমায় যোগ দেন।

    ব্রিটের মিল্যান বিমান কোম্পানির একটি বিমান ভুপাতিত হয়

    ১৯৮৯ সালের ৯ জানুয়ারী ব্রিটেনের মিল্যাণ বিমান কোম্পানির বোইং ৭৩৭ যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের ১৭ মিনিটের পর মাটিতে ভূপাতিত হয়।

    কংডাডোলা গোষ্ঠি প্রতিষ্ঠিত হয়

    ১৯৮৩ ৯ জানুয়ারী পানামার কংডাডোলা দ্বীপে কলিম্বিয়া, ভেলারিয়া, মেকসিকো আর পানামার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক হয়। তাদের মধ্যে মধ্য আমেরিকার বিরোধের সম্পত্তি নিয়ে আলোচনা হয়। বৈঠকে 'শান্তিপূর্ণভাবে মধ্য-আমেরিকার বিরোধ সমাধানের প্রস্তাব' অনুমোদিত হয়। এই প্রস্তাবে মধ্য-আমেরিকার দেশগুলোর উদ্দেশ্যে বহিরাগত হস্তক্ষেপ না থাকার পরিস্থিতিতে প্রত্যক্ষ আলোচনা আয়োজনের আহ্বান জানান হয়। প্রস্তাবে সমস্ত বিদেশী সৈন্য এই অঞ্চল থেকে সরে যাওয়ার দাবি জানান হয়। এর পর উল্লেখিত এ চাঁরটি দেশকে 'কংডাডোলা গোষ্ঠি বলা হয়। এই গোষ্ঠি প্রতিষ্ঠিত হবার পর আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে সামরিক বিরোধ পরিত্যাগ করার দাবি জানান হয়। ১৯৮৪ সালের নভেম্বর এই গোষ্ঠি আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করে। জাতি সংঘ সংশ্লিষ্ট দেশগুলোর উদ্দেশ্যে এই গোষ্ঠির সঙ্গে সহযোগিতা চালানোর আহ্বান জানায়।

    চীনে স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীর ভূর্তি কাজ আবার শুরু

    ১৯৭৯ সালের ৯ জানুয়ারী শিনহুয়া বাতার্সংস্থার একটি খবরে বলা হয় ১৯৭৮ সালে চীনে স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীর ভূর্তি কাজ আবার শুরু হয়। সে বছর মোট ১০৫০০ জন ছাত্র-ছাত্রীকে ভূর্তি করা হয়।