v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-09 15:31:10    
০২---০৯ জানুয়ারী, ২০০৬

cri
চীনের সরকারী ওয়েবসাইট সমাদৃত

৩ জানুয়ারী চীনের পিপলস্ ডেইলি সূত্রে জানা গেছে , চীনের কেন্দ্রীয় সরকারী ওয়েবসাইট ১ জানুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবার পর বিভিন্ন মহলের মনোযোগ আকর্ষণ করেছে । তদন্ত থেকে জানা গেছে , এই তদন্তে যোগদানকারী ১লক্ষ ৩০ হাজার নেট নাগরিকের ৯৩ শতাংশ লোক এতে খুবই সন্তোষ আর সন্তোষ প্রকাশ করেছেন ।

চীনের সরকারী ওয়েবসাইটে এখন চীনা ভাষা আর ইংরেজী ভাষা ব্যবহার করা হচ্ছে । ওয়েবসাইটে চীনা ভাষায় আজকের চীন , সরকারী প্রশাসনিক কাজ প্রভৃতি ১২টি কলাম চালু করা হয় এবং ইংরেজী ভাষায় বিদেশীদের পরিসেবা , আইন ও আইনবিধি প্রভৃতি ৭টি কলাম চালু করা হয় । গত বছরের অক্টোবর মাসে ওয়েবসাইট পরীক্ষামূলকভাবে চালু হবার পর থেকে রাষ্ট্রীয় পরিষদের তিনবার অধিবেশন সম্প্রচারিত হয়েছে । তা নেট নাগরিকদের সমাদর পেয়েছে ।

২০০৫ সালে রাশিয়া-চীন সম্পর্কের উন্নয়ন

ইন্টার ফ্যাক্স বার্তা সংস্থা ৩ জানুয়ারীর খবরে জানা গেছে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দার আলেক্সেয়েভ রাশিয়া-চীন সম্পর্ক সম্বন্ধে বলেছেন, গত এক বছরে রাশিয়া-চীন সম্পর্ক দু'দেশের সম্পর্কের ইতিহাসে সর্বোচ্চ মানে বিকশিত হয়েছে।

আলেক্সেয়েভবলেছেন, রাশিয়া ও চীন দু'পক্ষের মৌলিক স্বার্থ বিবেচনা করে পারস্পরিক সুবিধাজনক এবং উপকারিতামূলক ভিত্তিতে দীর্ঘস্থায়ী স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করেছে এবং সর্বজনীন আন্তর্জাতিক আইন অনুসরণের ভিত্তিতে মিলিতভাবে আন্তর্জাতিক সম্পর্কের সুষম পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে। তিনি বলেছেন, রাশিয়া ও চীনের রণনৈতিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।

চীনের বহুমুখী রাষ্ট্রীয় শক্তি বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে

চীনের সামাজিক বিজ্ঞান এক্যাডেমি সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে প্রকাশিত একটি হলুদ পত্রে বিশ্বের প্রধান প্রধান বড় দেশগুলোর বহুমুখী রাষ্ট্রিয় শক্তি প্রসঙ্গে বাস্তব মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে চীনের স্থান ষষ্ঠ।

হলুদ পত্রে প্রধান প্রধান বড় দেশগুলোর অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক শক্তি, রাষ্ট্রীয় শক্তির সম্পদ এবং সরকারের নিয়ন্ত্রণ শক্তির পরিমাণ মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন শক্তির সামঞ্জস্য বিবেচিত হয়েছে। ফলাফল থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র, বৃটেন, রাশিয়া, ফ্রান্স এবং জার্মানী প্রথম পাঁচটি স্থানে রয়েছে।

হলুদ পত্রে মনে করা হয়, ষষ্ঠ স্থানের অধিকারী চীনের উন্নয়নের সুবিধা হচ্ছে প্রচুর শ্রম -শক্তির সম্পদ, পর্যাপ্ত আর্থিক সম্পদ, দীর্ঘস্থায়ী স্থিতিশীল অভ্যন্তরীণ পরিবেশ, স্থিতিশীলভাবে এগিয়ে যাওয়ার সরকারী নীতি ইত্যাদি। পক্ষান্তরে অসুবিধা হচ্ছে প্রযুক্তির মান পশ্চাত্পদ এবং শ্রম-শক্তির গুণমান নিম্ন, নবায়ন ও উদ্ভাবনের সিস্টেম সমর্থনকারী ব্যবস্থা, পরিবেশ এবং বুনিয়াদী ব্যবস্থা সঙ্গতিপূর্ণ নয়।

বিশ্বে চীনের ডেইলি পত্রিকার সংখ্যা প্রথম

সম্প্রতি ২০০৫ সালে চীনের পত্র-পত্রিকার বিকাশ সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে । এই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী , চীনে প্রকাশিত ডেইলি পত্রিকার সংখ্যা বিশ্বের ডেইলি পত্রিকার মোট সংখ্যার প্রায় ১৫ শতাংশ হয়েছে । ডেইলি পত্রিকার সংখ্যার দিক থেকে চীনের স্থান প্রথম ।

চীনের পত্র-পত্রিকার ইতিহাস , বর্তমান অবস্থা আর ভবিষ্যত সম্পর্কিত শ্বেতপত্রমূলক পেশাগত রিপোর্ট হিসেবে চীন সরকার প্রথম বারের মতো এই রিপোর্ট প্রকাশ করেছে ।

রিপোর্টে বলা হয়েছে , বর্তমানে চীনে সকল সংখ্যালঘুজাতির ১৩টি লিখিত ভাষায় মোট ৯০টি সংবাদপত্র প্রকাশ করা হয় । তা ছাড়া চীনে ইংরেজী আর রুশ ভাষাসহ ১৩টি বিদেশী ভাষায় সংবাদপত্র প্রকাশ করা হয় ।

এর সংগে সংগে রিপোর্টে বলা হয়েছে , চীনে ডেইলি পত্রিকার মাথাপিছু গড়পড়তা সংখ্যা বিশ্বের গড়পড়তা মানের চেয়ে অনেক কম এবং সংবাদপত্র প্রকাশনার উত্কৃষ্টতা আরো উন্নত করা প্রয়োজন ।

হংকং বিশ্বের সবচেয়ে মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা নির্বাচিত

মার্কিন হেরিটেজ ফাউন্ডেশন ৪ জানুয়ারী হংকংয়ে প্রকাশিত ২০০৬ সাল "অর্থনৈতিক স্বাধীনতার সূচনা" নামক রিপোর্টে হংকং পর পর ১২ বার বিশ্বের সবচেয়ে মুক্ত অর্থনৈতিক কাঠামো নির্বাচিত হয়েছে। সিঙ্গাপুর এবং আয়ারল্যান্ড যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

মার্কিন হেরিটেজ ফাউণ্ডেশনের রিপোর্টে সারা বিশ্বের ১৫৭টি অর্থনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে , হংকংয়ের প্রাধান্য হচ্ছে হংকং একটি অবাধ বাণিজ্য কেন্দ্র ও স্বাধীন বন্দর, অর্থনীতির উপর সরকারের হস্তক্ষেপ খুব কম, অর্থের প্রয়োগ এবং বাইরের পূঁজি বিনিয়োগ উচ্চ মানের স্বাধীনতা ইত্যাদি।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের অর্থ বিভাগের পরিচালক থাং ইয়াং নিয়েন বলেছেন, বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার অব্যাহতভাবে মুক্ত অর্থনীতির ক্ষেত্রে হংকংয়ের প্রাধান্য বজায় রাখবে এবং বর্তমান মাত্রা আরো উন্নত করবে, ব্যক্তিগত সংস্থাগুলোকে আরো বিরাট উন্নয়নের পরিবেশ যুগিয়ে দেবে।

তাইওয়ানের কাছে মূলভূভাগের উপহার দুটো বড় প্যান্ডা চূড়ান্ত

চীনের রাষ্ট্রীয় বন শিল্প ব্যুরো ৬ জানুয়ারী ঘোষনা করেছে যে , তাইওয়ানের কাছে মাতৃভূমির মূল ভূভাগের উপহার দুটো বড় প্যান্ডা চূড়ান্ত হয়েছে ।

একই দিন পেইচিংয়ে একটি তথ্য-জ্ঞাপন-সভায় বন শিল্প ব্যুরোর একজন কর্মকর্তা এই কথা বলেছেন । জানা গেছে , এই দুটো বড় প্যান্ডা ২৩টি প্রার্থী বড় প্যান্ডা থেকে নির্বাচিত হয়েছে । পুরুষ বড় প্যান্ডার বয়স ১ বছর ৪ মাস , তার ওজন ৪৬ কিলোগ্রাম আর স্ত্রী বড় প্যান্ডার বয়স ১ বছর ৫ মাস , তার ওজন ৪৮ কিলোগ্রাম । মূল ভূভাগ আশা করে যে , তাইওয়ান কর্তৃপক্ষ তাইওয়ানী স্বদেশীয়দের আশা-আকাংক্ষা মেটাতে পারবে , যাতে এই দুটো বড় প্যান্ডা যত তাড়াতাড়ি সম্ভব তাইওয়ানে পৌঁছতে পারে ।

চীন - পাক সুপ্রতিবেশী বন্ধুসুলভ সহযোগিতা চুক্তি আজ কার্যকরী হল

চীন ও পাকিস্তানের মধ্যে সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি ৪ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়েছে।

চীন ও পাকিস্তানের মধ্যে চুক্তি অনুমোদনের দলিল বিনিময় অনুষ্ঠান পেইচিংয়ে আয়োজিত হয়েছে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তাওয়ে অনুষ্ঠানে বলেছেন, চলতি বছর হলো চীন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী।এই চুক্তি হচ্ছে দু'দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ ইচ্ছার আইনগত রূপায়ন। এটি চীন ও পাকিস্তানের মৈত্রীর একটি নতুন ঐতিহাসিক উন্নয়নের পর্যায়ে প্রবেশ করার চিহ্নফলক।

এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দু'পক্ষ রণনৈতিক সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্ক সক্রিয়ভাবে উন্নত করবে। এই চুক্তি অনুয়ায়ী, দু'পক্ষ নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ভিত্তিতে সন্ত্রাসবাদ ,বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থীবাদের উপর যৌথভাবে আঘাত হানাবে।

ভারত ও পাকিস্তানের আন্তঃদশীয় ট্রেন চালু হবে

ভারতের প্রেস ট্রাস্টের খবরে প্রকাশ, ৬ জানুয়ারী ভারত ও পাকিস্তান পয়লা ফেব্রুয়ারী থেকে গত ৪০ বছর বন্ধ থাকা দু'দেশের সীমান্তপার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

খবরে প্রকাশ, ভারত ও পাকিস্তানের রেলপথ ব্যবস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা দু'দিন ব্যাপী বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে ভারতের রাজাস্থান রাজ্যের মুনাবাও থেকে পাকিস্তানের সিনধ প্রদেশ পর্যন্ত ট্রেন চালু হবে। এ ট্রেন ১৯৬৫ সাল থেকে বন্ধ হয়।

নেপালের পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ

৩ জানুয়ারী নেপালস্থ জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেপালের সরকার-বিরোধী সশস্ত্র শক্তি চার মাসস্থায়ী যুদ্ধবিরতি একতরফাভাবে বন্ধ করার পর সৃষ্ট নেপালের পরিস্থিতিতে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার-বিরোধী সশস্ত্র শক্তি যুদ্ধবিরতি বন্ধ করার পর নেপালের সংঘর্ষ পরিস্থিতির আরো অবনতি হবে এবং দেশ ও নিরীহ জনসাধারণ অব্যাহতভাবে যুদ্ধের বিভীষিকার শিকার হবে বলে জাতিসংঘ উদ্বিগ্ন। বিবৃতিতে নেপালের সংঘর্ষ লিপ্ত দু'পক্ষের প্রতি সংযম অবলম্বন করে সার্বিকভাবে তাদের প্রতিশ্রুকি পালন করা, আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্মান করা এবং উপযুক্ত পদক্ষেপ নিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়ন করার তাগিদ দেয়া হয়েছে।

বিবৃতিতে নেপাল সরকার এবং সরকার-বিরোধী সশস্ত্র শক্তির প্রতি নেপালে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য তত্পরতাকে সম্মান করা, আন্তর্জাতিক সংস্থা, সাহায্য-দাতা দেশ এবং বেসরকারী সংগঠন ও সংস্থাগুলোর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ব্রাজিল, ভারত, জার্মানী নিরাপত্তা পরিষদের সদস্যের সংখ্যার বাড়ানোর খসড়া প্রস্তাব দাখিল করেছে

৬০ তম জাতি সংঘের সাধারণ পরিষদের নারী মুখপাত্র প্রাগাটি পাস্কাল ৬ জানুয়ারী জানিয়েছেন যে, জাতি সংঘে ব্রাজিল, ভারত ও জার্মানীর স্থায়ী প্রতিনিধিরা ৫ জানুয়ারী বর্তমান জাতি সংঘের সাধারণ পরিষদের সচিবালয়ের কাছে এ তিন দেশের স্বাক্ষরিত নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর খসড়া প্রস্তাব দাখিল করেছেন। এই খসড়ার প্রস্তাবের বিষয়বস্তু "চারটি দেশ গোষ্ঠির" দাখিলিত গত বছরের খসড়া প্রস্তাবের প্রায় একই।

পাস্কাল বলেছেন, ব্রাজিল, ভারত ও জার্মানীর খসড়া প্রস্তাবে নিরাপত্তা পরিষদের সদস্যের সংখ্যা ১৫টি পর্যন্ত থেকে ২৫টি বাড়ানোর দাবি জানানো হয়েছে, অতিরিক্ত সদস্যদেশের মধ্যে ছয়টি স্থায়ী সদস্য দেশ আর চারটি অস্থায়ী সদস্য দেশ অন্তর্ভুক্ত করা হয়।

খবরে প্রকাশ, যদিও জাপান এবারকার যৌথ তত্পরতায় যোগ দেয় নি, তবুও ব্রাজিল, ভারত ও জার্মানী জাপানের সঙ্গে অব্যাহতভাবে আলাপ-পরামর্শ করবে।

৪ জানুয়ারী রাতে মস্তিস্কে গুরুতর রক্তক্ষরণ রোগে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচার গ্রহণের জন্য শ্যারোনকে জরুরীভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে দু'বার অস্ত্রোপচার করা হয়েছে ।

ইসরাইলের হাদাসাহ্ হাসপাতালের একজন দায়িত্বশীল ব্যক্তি ৫ জানুয়ারী বলেছেন , এই হাসপাতালে ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়্যাল শ্যারোনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে । তবে তার শরীরের অবস্থা এখনো অত্যন্ত গুরুতর ।

জেরুজালেমের হাদাসাহ হাসপাতলের মুখপাত্র রোন ক্রুমের ৮ জানুয়ারী সাংবাদিকদের বলেছেন, হাসপাতলের চিকিত্সকরা ৮ জানুয়ারী সকালে প্রধান মন্ত্রী সারনের মস্তিস্কে আরেক বার সিটি স্ক্যানিং পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর তাঁরা সারনকে জাগিয়ে তোলা বা জাগিয়ে না তোলার সিদ্ধান্ত নেবেন। ৮ জানুয়ারী সকালে হাসপাতলের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টবিশেষজ্ঞরা মিলিতভাবে সারনের রোগের অবস্থা নিয়ে আলোচনা করেছেন। প্রায় এক ঘন্টার আলোচনার পর চিকিত্সকরা সারনের মস্তিস্কে আরেক বার সিটি স্ক্যানিংপরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

প্রাকৃতিক গ্যাসের দামের প্রশ্নে রাশিয়া-ইউক্রেন মতৈক্য

রাশিয়ার প্রাকৃতিক গ্যাস শিল্প লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আলেক্সেই মিল্ আর ইউক্রেনের তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানির চেয়ারম্যান আলেক্সেই ইভছেন্কো ৪ জানুয়ারী মস্কোয়একটি সংবাদ সম্মেলনে বলেছেন , দুদেশ একই দিন প্রাকৃতিক গ্যাসের দামের বিষয়ে এক- মত হয়েছে এবং ইউক্রেনের কাছে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রফতানির চুক্তি স্বাক্ষর করেছে।

দুদেশের মধ্যে স্বাক্ষরিত ৫ বছর মেয়াদী চুক্তি অনুযায়ী , রাশিয়ার প্রাকৃতিক গ্যাস হাজার ঘন মিটারে ২৩০ মার্কিন ডলার দামে রাশিয়া-ইউক্রেন নামে একটি অংশিদার কোম্পানির কাছে বিক্রি করা হবে । তার পর এই কোম্পানির মাধ্যমে তুর্কমেনিস্তান , কাজাখস্তান , উজবেকিস্তান প্রভৃতি মধ্য এশিয় দেশগুলোর প্রাকৃতিক গ্যাসের সংগে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস মিশিয়ে হাজার ঘন মিটারে ৯৫ মার্কিন ডলার দামে ইউক্রেনের কাছে বিক্রি করা হবে ।

গত বছর বিভিন্ন সংঘর্ষে ৫ হাজারেরও বেশী ইরাকী নিহত

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ জানুয়ারী প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছর বিভিন্ন সংঘর্ষ ও হামলায় মোট ৫ হাজার ৭ শো ৩৬ জন ইরাকী লোকনিহত হয়েছে ।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় , প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সারসংকলনমূলক পরিসংখ্যান থেকে জানা গেছে , নিহতদের মধ্যে ৪ হাজার ছিল নিরিহ মানুষ , অন্য ১ হাজার ৭ শো হল পুলিশ ও সৈনিক ।

এই পরিসংখ্যান থেকে আরো জানা গেছে , গত বছর বিভিন্ন নিরাপত্তাজনিত ঘটনায় ৮ হাজারেরও বেশী ইরাকী লোক আহত হয়েছে , তাদের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ মানুষ ।

বুশ : চলতি বছরে ইরাক থেকে অংশিক সৈন্য প্রত্যাহারের সম্ভাবনা

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবলিও বুশ ৪ জানুয়ারী বলেছেন , এই বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র খুব সম্ভব ইরাক থেকে অংশিক সৈন্য প্রত্যাহার করবে ।

সেদিন সকালে পেনটাগনে বুশ প্রতিরক্ষা মন্ত্রী ডনাল্দ রামস্ফেলড , মার্কিন বাহিনীর স্টাফ প্রধানদের যুক্ত সম্মেলনের চেয়ারম্যান পেটার পেস এবং ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডারের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠক শেষে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে বুশ বলেছেন , গত মাসে ইরাকের সাধারণ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ইরাক থেকে সৈন্য কমিয়ে আনার পরিকল্পনা বিবেচনা করতে শুরু করেছে । এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরাকের সাধারণ নির্বাচনের আগে ইরাকে মোতায়েন মার্কিন সৈন্যের সংখ্যার তুলনায় আরো কয়েক হাজার কমানো হবে ।

বুশ জোর দিয়ে বলেছেন , ইরাকের রণক্ষেত্রের বাস্তব অবস্থা অনুযায়ী মার্কিন কমান্ডারই সৈন্য প্রত্যাহারের পরিকল্পনায় সিদ্ধান্ত নেবেন ।