চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৯ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন নিজের সৃজনী শক্তি ও প্রতিদ্বন্দ্বী ক্ষমতা উন্নয়ন করবে, এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন নতুন উদ্ভাবনের পথে এগিয়ে যাবে।
একই দিনে আয়োজিত চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেছেন। তিনি বলেছেন, চীন যে সব ক্ষেত্রে চীনের ভাল ভিত্তি এবং প্রাধান্য আছে এবং যে সব ক্ষেত্র নিরাপত্তার সঙ্গে জড়িত, সেই সব চাবিকাঠিমূলক ক্ষেত্রে আরো বেশী গুরুত্ব আরোপ করে নির্বাচিত কতকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি বাস্তবায়ন করবে। সঙ্গে সঙ্গে চীন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের কাঠামো সংস্কার চালিয়ে তা আরো উন্নয়ন করে গোটা সমাজের সৃজনী ক্ষমতা উদ্বুদ্ধ করে দেশের নতুন সৃজনশীল ব্যবস্থা গঠন তরান্বিত করবে।
তিনদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন হলো এই শতাব্দীতে চীনে আয়োজিত সর্বপ্রথম জাতীয় বিজ্ঞান ক্ষেত্রের সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বিজ্ঞান ক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার- চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানও আয়োজিত হয়েছে। চীনের বিখ্যাত বায়ুমন্ডলীয় পদার্থবিজ্ঞানী ইয়ে তু জেং এবং যকৃত ও পিত্তাশয় বিষয়ক চিকিত্সক উ মেং ছাও ২০০৫ সালের জাতীয় সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেয়েছেন।
|