মিসরের প্রেসিডেন্ট হোসনী মুবারাক ৮ জানুয়ারী লোহিত সাগরের দর্শনীয স্থান শার্ম এল শেখে সফররত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করে সিরিয়া ও লেবাননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পরামর্শ করেছেন ।
বৈঠক শেষে দুই নেতা তথ্য মাধ্যমের কাছে কোনো বিবৃতি প্রকাশ করেন নি । মিসরের মধ্য -প্রাচ্য সংবাদ সংস্থার খবরে প্রকাশ , মুবারাক সম্প্রতি সিরিয়া ও লেবাননের সমস্যা নিয়ে সৌদী আরব ও ফ্রান্সের নেতাদের সঙ্গে যে বৈঠক করেছেন , মুবারাক বাশারকে তার বিস্তারিক বিষয় জানিয়েছেন ।
এর আগে মিসর ও সিরিয়া তথ্য মাধ্যমকে বাশারের মিসর সফরের পরিকল্পনা জানায় নি ।
মিসর সফরের আগে বাশার সৌদী আরবও সফর করেছেন এবং সৌদী আরবের রাজার সঙ্গে বৈঠক করেছেন ।
|