ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি ৮ জানুয়ারী বলেছেন , দু'বছরেরও বেশী সময়ে বন্ধ থাকা ইরানের পরমাণু জ্বালানির গবেষণা আবার শুরু করার জন্য ইরান প্রচুর প্রস্তুতি নিয়েছে।
সেদিন একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে আসেফি বলেছেন , ৯ জানুয়ারী ইরানের পরমাণু গবেষণা যন্ত্রপাতির ওপরের সিল ছিঁড়ে ফেলার কথা । পরমাণু জ্বালানির গবেষণা শুরু হওয়ার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সংশ্লিষ্ট তত্পরতার কড়াকড়ি পর্যবেক্ষণ করবে , যাতে এই গবেষণা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয় ।
ইরানের সরকারি ইসলামিক প্রজাতন্ত্র সংবাদ সংস্থা একইদিন ওয়াকিফহাল মহলের কথা উদ্ধৃত করে বলেছে , পরমাণু গবেষণার বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরীক্ষা গ্রুপ একসঙ্গে ৯০ শতাংশের প্রস্তুতি কাজ করেছে , পরমাণু জ্বালানির গবেষণা এক দিনের মধ্যে শুরু হওয়ার কথা ।
|