|
 |
(GMT+08:00)
2006-01-08 20:53:53
|
সারনের মস্তিস্কে আরেক বার সিটি স্ক্যানিং হবে
cri
জেরুজালেমের হাদাসাহ হাসপাতলের মুখপাত্র রোন ক্রুমের ৮ জানুয়ারী সাংবাদিকদের বলেছেন, হাসপাতলের চিকিত্সকরা ৮ জানুয়ারী সকালে প্রধান মন্ত্রী সারনের মস্তিস্কে আরেক বার সিটি স্ক্যানিং পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর তাঁরা সারনকে জাগিয়ে তোলা বা জাগিয়ে না তোলার সিদ্ধান্ত নেবেন। ৮ জানুয়ারী সকালে হাসপাতলের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টবিশেষজ্ঞরা মিলিতভাবে সারনের রোগের অবস্থা নিয়ে আলোচনা করেছেন। প্রায় এক ঘন্টার আলোচনার পর চিকিত্সকরা সারনের মস্তিস্কে আরেক বার সিটি স্ক্যানিংপরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
|
|
|