|
|
(GMT+08:00)
2006-01-08 20:52:14
|
তিব্বতের দিনরে জেলার অরন্য দাবানল পুরোপুরি নিয়ন্ত্রনাধীন
cri
জুমলামা শৃংগের তলদেশে অবস্থিত তিব্বতের ডিনরে জেলার অরন্য দাবানল সম্পূর্ণ সাত দিন জ্বালানোর পর ৮ জানুয়ারী ভোরবেলায় পুরোপুরি নিয়ন্ত্রণাধীন হয়েছে।সরজমিনে পরিচালকদের বণর্না অনুসারে স্থানীয় জনসাধারণ আর সামরিক পুলিশ মোট ১৩০০ জনেরও বেশী লোক অকসিজনের অভাব , আঁকাবাঁকা পাহাড়ী রাস্তাজনিত সরবরাহের ঝামেলা প্রভৃতি প্রতিকূল উপাদান অতিক্রম করে ১৬০টি ঘন্টারও বেশী সময়ের জাল-টানা নিভিয়ে দেওয়ার পর দাবানল অবশেষে পুরোপুরি নিয়ন্ত্রণাধীন হয়েছে। বতর্মানে দাবনল মোটামুটি নিভিয়ে দেওয়া হয়েছে। দাবানলের কারণ নিয়ে তদন্ত গভীরে চলবে।
উল্লেখ্য১ জানুয়ারী এই জেলার ঝোপঝোড়ে বড় আকারের দাবানল ঘটে। দাবানলের জায়গা পৃথিবীর সর্বোচ্চ শৃংগ --জুমলামা শৃংগ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
|
|
|