দেশের আকস্মিক দুর্যোগ মোকাবেলা করার জন্যে চীন পূবসতর্কতার কর্মসূচী প্রণয়ন করেছে
cri
দেশের আকস্মিক দুর্যোগ ইত্যাদি ঘটনা মোকাবেলা করার জন্যে ৮ জানুয়ারী চীনের রাষ্ট্রীয়পরিষদ জাতীয় পুবসতর্কতারকর্মসূচী প্রণয়ন করেছে, যাতে ঝটিকা ঘটনা থেকে সৃষ্ট ক্ষয়ক্ষতি যথাসাধ্য নিবারন আর কমানো যায় এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত হয়। আকস্মিক ঘটনা বলতে প্রাকৃতিক দুর্যোগ. দুর্ঘটনা মহামারি ইত্যাদি ঘটনা এবং সামাজিক নিরাপত্তা ঘটনা বুঝায়। ঝটিকা গণ ঘটনার প্রকৃতি, ক্ষয়ক্ষয়তির মাত্রা ইত্যাদি উপাদান অনুযায়ী এই ঘটনাগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এই কর্মসূচীতে ঝটিকা গণ ঘটনার ভবিষ্যদ্বাণী আর পূবসর্তকতা, তথ্য সংক্রান্ত রিপোট , জরুরী ঘটনা মোকাবেলা , পূণগঠন পূনরুদ্ধার প্রভৃতি ব্যবস্থাবিশদভাবে নিধার্রন করা হয়েছে। জনশক্তি, আর্থিক সামর্থ্য, মালপত্রের সামর্থ্য এবং পরিবহণ আর চিকিত্সা ও স্বাস্থ্য প্রভৃতি জরুরী ব্যাপার মোকাবেলার নিশ্চয়তায় সংশ্লিষ্ট মহলের দায়িত্ব আরও স্পষ্টভাবে নিধার্রণ করা হয়েছে।
|
|