আরো বেশী জ্ঞানী ব্যক্তি আকর্ষণ করার জন্য চীনের বৃহত্তম মহানগর সাংহাই পরবর্তী দু বছরে আরো দশ হাজার বিদেশে পড়াশুনা ছাত্রছাত্রী , বিদেশী বিশেষজ্ঞ আর হংকং ও ম্যাকাওয়ের বিশেষজ্ঞ নিয়োগ করবে ।
২০০৩ সালে সাংহাই শহর ' দশ হাজার বিদেশে অধ্যয়ন ছাত্রছাত্রী সংগ্রহ পরিকল্পনা প্রনয়ন করেছে । এই পরিকল্পনা অনুসারে তিন বছরে বিদেশে অধ্যয়ন ছাত্রছাত্রী থেকে দশ হাজার মধ্য ও উচ্চ পর্যায়ের প্রযুক্তিবিদ বা পরিচালনা কর্মী নিয়োগ করা হবে । গত বছরের নভেম্বর মাস পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে ।
সাংহাইয়ের সরকারী কর্মকর্তারা বলেছেন , বর্তমানে যারা বিদেশে পড়াশুনা শেষ করে দেশে ফিরে সাংহাইয়ে কাজ করছেন , তাদের সংখ্যা ৬০ হাজারেরও বেশী । কিন্তুসাংহাইয়ের ধীশক্তির মধ্যে তাদের অনুপাত এখনও থুক কম । বিশেষ করে বিবেশী বিশেষজ্ঞ আর হংকং ও ম্যাকাওয়ের কর্মীর সংখ্যা কম , তাই পরবর্তীকালে বিদেশ আর হংকং ও ম্যাকাও থেকে ধীশক্তি আকর্ষণের কাজ আরো জোরদার করা হবে ।
|