জার্মানীর প্রধানমন্ত্রী জার্মানীর প্রধানমন্ত্রীএনজেলা মেরকেল ৭ জানুয়ারী বলেছেন , আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরকালে তিনি প্রেসিডেন্ট বুশের কাছে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক রাখা গুয়ানটানামো জেলখানা বন্ধ করার প্রস্তাব করবেন । জার্মানীর পশ্চিমাঞ্চলের মেইন্জে অনুষ্ঠিত সি ডি ইউ পরিষদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মেরকেল সাংবাদিকদের এই কথা বলেছেন ।
জার্মানীর সাপ্তাহিক পত্রিকা দ্য স্পিয়েজেলের একটি খবরে বলা হয়েছে , এই পত্রিকার সংবাদদাতাকে দেয়া একটি সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী মেরকেল বলেছেন , গুয়ানটানামো জেলখানার মতো সংস্থাকে দীর্ঘস্থায়ীভাবে থাকতে দেয়া উচিত নয় , যুদ্ধবন্দীদের সঙ্গেসঠিক ব্যবহার করার পদ্ধতি খুঁজে বের করতে হবে ।
প্রধানমন্ত্রী মেরকেল আগামী ১২ জানুয়ারী থেকে ১৪ জানুয়ারী পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন । এটা হবে গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী হবার পর তাঁর প্রথম মার্কিন সফর ।
|