আরব মাঘরেব ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন ৭ জানুয়ারী লিবিয়ার রাজধানী ট্রিপোলিতে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন সদস্য দেশের প্রতি যৌথ তত্পরতার ব্যবস্থা নেয়া, ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করা, মাঘরেব অঞ্চলের অর্থনীতির একীকরণ প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন।
সম্মেলনে মাঘরেব বৈদেশিক বাণিজ্য আর অর্থবিনিয়োগ ব্যাংক ও অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অংশগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, অর্থনীতির একীকরণ প্রক্রিয়া দ্রুততর করার জন্যে এ ব্যাংক ও অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করা হবে, যাতে বিভিন্ন সদস্য দেশের সঞ্জাম ও পুঁজির আদান-প্রদান সুবিধা হয়।
সম্মেলনে মাঘরেব অঞ্চলের দেশগুলোর প্রতি আন্তর্জাতিক ও আরব বিষয়ে সহযোগিতা আর সমঝোতা জোরদার করা এবং অভিন্ন অবস্থান প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
|