বুলগেরিয়ার প্রাকৃতিক গ্যাস লিমিটেড কোম্পানি ৬ জানুয়ারী রাতে ঘোষণা করেছে যে, এই কোম্পানির লিখিত উপায়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস কোম্পানি সম্প্রতি দাখিলকৃত বুলগেরিয়ার ভূভাগের মধ্য দিয়ে তুরস্ক, গ্রীস ও ম্যাসিডোনিয়া এ তিনটি দেশে চালান দেয়া রাশিয়ার গ্যাসের ট্র্যানজিট ফি পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করেছে।
বুলগেরিয়ার প্রাকৃতিক গ্যাস কোম্পানির প্রকাশিত তথ্য সূত্রে প্রকাশ, এই আনুষ্ঠানিক দলিলপত্র একইদিন রাশিয়ার প্রাকৃতিক গ্যাস শিল্প কোম্পানিকে দেয়া হয়েছে। বুলগেরিয়া দলিলপত্রে বলেছে, ২০১০ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রাশিয়া পক্ষ চুক্তি পুনঃনির্ধারণ বা একতরফাভাবে চুক্তি বন্ধ করাই হচ্ছে চুক্তি লঙ্ঘনের আচরণ। এর সঙ্গে সঙ্গে বুলগেরিয়া রাশিয়ার সঙ্গে বুলগেরিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপ অঞ্চলে রণনৈতিক শক্তিসম্পদ সহযোগিতা করতে ইচ্ছুক।
|