চীনের পিপল্স ডেইলী পত্রিকার ৭ জানুয়ারীর একটি খবরে বলা হয়েছে , চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নতুন পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনের ১৭ কোটি কৃষক নতুন ধরনের সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নিয়েছেন , এই সংখ্যা কৃষকের মোট সংখ্যার ২০ শতাংশ । নতুন পল্লী সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা ২০০৩ সালে পরীক্ষামূলকভাবে চালু হয় । কৃষকরা যাতে অসুখের দরুন গরীব না হন , সেই জন্য নতুন চিকিত্সা ব্যবস্থায় সাধারণ রোগী আর হাসপাতালে থাকা রোগীকে আর্থিক সাহায্য দেয়া হয় । সহযোগিতামূলক চিকিত্সার তহবিল কেন্দ্রীয় সরকারের অর্থবরাদ্দ , স্থানীয় সরকারের ভরতুর্কি আর কৃষকের জমা দেয়া চাঁদা নিয়ে গঠিত । যে সব কৃষক সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থায় অংশ নেন , তাদের চিকিত্সা খরচের বেশ কিছু অংশ এই ব্যবস্থা বহন করে ।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে , নতুন বছরে এই সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা আরো বেশী জায়গায় চালু হবে । ২০০৮ সালে সমগ্র চীনের পল্লী অঞ্চলে চালু হবে ।
|