চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ছিনকাং ৫ জানুয়ারী একটি সংবাদ সম্মেলনে বলেছেন , শান্তিপূর্ণ ক্ষেত্রে পুরোপুরি ব্যবহার করার জন্য চীন আর পাকিস্তানের মধ্যে পরমাণু শক্তির সহযোগিতা চলছে ।
সম্প্রতি ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস্ পত্রিকার খবরে প্রকাশ , পাকিস্তান চীন থেকে পরমাণু রিয়্যাক্টর কিনবে । সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে ছিনকাং বলেছেন , পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র তা অস্বীকার করেছে ।
তিনি আরো বলেছেন , সম্পূর্ণ শান্তিপূর্ণ ক্ষেত্রে ব্যবহারের জন্য চীন আর পাকিস্তানের মধ্যে পরমাণু শক্তির সহযোগিতা চালানো হচ্ছে । দুদেশের এই সহযোগিতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে , তা চীনের বহনযোগ্য আন্তর্জাতিক দায়িত্ব লংঘন করে নি ।
|