পরবর্তী পাঁচ বছরে চীনে প্রাথমিকভাবে দ্রুতগামী রেল পরিবহন নেট প্রতিষ্ঠিত হবে । এই নেটের আওতাধীন লোকসংখ্যা ৭০ কোটি ছাড়িয়ে যাবে ।
৬ জানুয়ারী অনুষ্ঠিত চীনের রেল কর্মসম্মেলন সূত্রে জানা গেছে , পরবর্তী পাঁচ বছরে চীন বেশ কয়েকটি বিশেষ রেল পরিবহন লাইন ও কয়েকটি বৃহত্ত শহরে সাবওয়ে ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং সঙ্গে সঙ্গে বিদ্যমান পরিবহন ব্যবস্থার গতি বাড়িয়ে দেবে । তখন চীনের রেল পরিবহন ৩২ হাজার কিলোমিটার সম্পন্ন দ্রুতগামী যাত্রীবাহী নেটে পরিণত হবে ।
জানা গেছে , চলতি বছর চীন রেলপথ নির্মানে ১৬০ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করবে ।
|