৫ জানুয়ারী সন্ধ্যায় সৌদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মক্কায় একটি সংবাদ সম্মেলনে বলেছে , ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কার একটি হোটেলে হঠাত্ দৈহিক অবসন্নতায় ৭৯জন হতাহত হয়েছে। তাদের মধ্যে ২০জন মারা গেছে এবং ৫৯জন আহত হয়েছে।
সৌদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল-টুর্কি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, এই হোটেলে একইদিন বিকালে একটা সময়ে হঠাত্ দৈহিক অবসন্নতার ঘটনা ঘটেছে। তিনি এসব হতাহতদের পরিচয় প্রকাশ করেন নি।
এই মুখপাত্র আরো বলেছেন, এই ঘটনা তদন্তের জন্যে কমিটি গঠিত হয়েছে এবং তদন্তের কাজ শুরু হয়েছে।
|