আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একজন কর্মকর্তা ৫ জানুয়ারী ভিয়েনায় বলেছেন, একইদিনে পারমাণবিক সমস্যা আলোচনা সংশ্লিষ্ট ইরানী প্রতিনিধি দল ভিয়েনা যাওয়ার আগে হঠাত্ ইরানে ফিরে এসেছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন, ইরানের প্রতিনিধি দল আলোচনায় যোগ দেবার জন্যে তেহরাণ থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তরে গিয়েছিল। তবে প্রতিনিধি দল আলোচনা আয়োজনের আগে ইরানে ফিরে গেছে এবং কিছুই জানায় নি। জানা গেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহামেদ এল-বারাদেই ইরানের পারমাণবিক জ্বালানি গবেষণা পুনরুদ্ধারের বিরোধীতা করেছেন বলে ইরান এবারকার আলোচনা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।
অন্য খবরে জানা গেছে, ৫ জানুয়ারী ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরান দৃঢ়ভাবে নিজের পারমাণবিক প্রযুক্তির অধিকারী হওয়ার অধিকার সংরক্ষণ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একইদিনে বলেছেন, ইরান যদি পারমাণবিক জ্বালানি গবেষণা পুনরুদ্ধার করে তাহলে যুক্তরাষ্ট্র সেই সমস্যাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাখিল করবে যাতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়।
|