**নতুন শতাব্দীতে চীনে নির্মিত প্রথম রেলপথ সিআন-আনখাং রেলপথ চালু
২০০১ সালের ৮ই জানুয়ারি ভোরে চীনের প্রাচীন শহর সিআন থেকে দক্ষিণ শানসি প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আনখাং পর্যন্ত রেলপথ নির্মাণকাজ সম্পন্ন হয় এবং রেল চলাচল শুরু হয় । এটা ছিল চীনের নবম পাঁচসালা পরিকল্পনার একটি গুরুত্বপুর্ণ প্রকল্প , পরিকল্পনায় ধার্য করা মেয়াদ শেষ হবার এক বছর আগেই প্রকল্পটি নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে ।
সিআন-আনখাং রেলপথ হলো নতুন শতাব্দীতে চীনে নির্মিত প্রথম নতুন রেল পথ এবং চীনে পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মসুচী বাস্তবায়ন শুরু হবার পর নির্মিত প্রথম নতুন রেলপথ। রেলপথটি নির্মাণের ফলে উত্তরপশ্চিম চীন এবং উত্তরচীন ইত্যাদি অঞ্চলের যাত্রীবাহী ও মাল -বাহী রেল গাড়ি আরো অনায়াসেই দক্ষিণপশ্চিম চীনের ছোংছিং মহানগর আর সিছুয়েন প্রদেশে প্রবেশ করতে পারবে , উত্তরদিকে চীনের দক্ষিনপশ্চিম অংশের রেলপথের বিন্যাস আরো উন্নত হয়েছে এবং অন্য দুটো প্রধান রেলপথ--পাওচি-ছেংতু রেলপথ এবং সিয়াংফান-ছোংছিং রেলপথে পরিবহনের চাপ কমে গেছে । শা'নসি প্রদেশ আর রেলপথ- বরাবর এলাকার কয়লাখনি ও অন্যান্য খনিজ সম্পদের উন্নয়ন এবং রেলপথ- বরাবর দারিদ্র এলাকাগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রেও এই রেলপথের বিরাট তাত্পর্য রয়েছে।
সিআন- আন খাং রেলপথ নির্মাণের ফলে চীনের দক্ষিণ থেকে উত্তর দিকে যাওয়ার পঞ্চম গুরুত্বপূর্ণ রেললাইন গড়ে উঠছে । আগেকার চারটি লাইন হলো : পেইচিং - শাংহাই রেললাইন, পেইচিং-কুয়াংচৌ রেললাইন, পেইচিং-কাওলোং(চিউলোং) রেললাইন এবং পেইচিং-হার্বিন রেললাইন ।
নবনির্মিত সিআন-আনখাং রেলপথের দৈর্ঘ্য ২৬৭.৪৯ কিলোমিটার, এটা চীনের প্রথম শ্রেণীর সিংগল-ট্র্যাক রেলপথ , তবে ডাবল- ট্র্যাকের জন্যে আগে থেকেই জায়গা রাখা হয়েছে । এই রেলপথে বিদ্যুতায়ন হয়েছে । বছরে রেলপথটির পরিবহন ক্ষমতা দুই কোটি টন, দিনে আটটি যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারে ।
সিআন-আনখাং রেলপথটি নির্মাণের কাজ ১৯৯৬ সালের ১৮ই ডিসেম্বর সার্বিকভাবে শুরু হয় । প্রকল্পটিতে পুঁজিবিনিয়োগের মোট পরিমাণ ১০.২৫ বিলিয়ন ইউয়ান(রেনমিনবি) ।
** চৌ এনলাইয়ের মৃত্যু
চৌ এনলাইয়ের আরেক নাম ছিলো সিয়াং ইউ। আরো ফেই ফেই , উ হাও, শাও শান, কুয়ানশেং তাঁর ি নাম ছিলো। তিনি চীনের জে চিয়াং প্রদেশের শাও সিং শহরের অধিবাসী ছিলেন । ১৮৯৮ সালের ৫ মার্চ মাসে চীনের চিয়াংসু প্রদেশের হুয়াই আন জেলায় তাঁর জন্ম হয়। ১৯১৩ সালে তিনি থিয়ানচিনের নানখাই মাধ্যমিক স্কুলে লেখাপড়া করেন। ১৯১৭ সালে লেখাপড়া করেন জাপানে যান । ১৯২২ সালে তিনি চীনা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর পর পর সরকারের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইসচেয়ারম্যান , চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম জাতীয় কমিটির ভাইসচেয়ারম্যান, দ্বিতীয় ও তৃতীয় জাতীয় কমিটির চেয়ারম্যান ছিলেন।
|