v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-06 15:53:54    
"১০+৩" ও "১০+১" সহযোগিতা ব্যবস্থা

cri
    "১০+৩" ও "১০+১" হল আশিয়ানের ১০টি দেশ এবং চীন , জাপান , দক্ষিণ কোরিয়া এই ৩টি দেশ এবং আশিয়ানের ১০টি দেশ এবং চীন , জাপান ও দক্ষিণ কোরিয়া প্রত্যকটি দেশের সহযোগিতা ব্যবস্থার সংক্ষিপ্ত নাম ।

    ২০ শতাব্দীর ৯০য়ের দশকের শেষ দিকে অর্থনীতির বিশ্বায়নের জোয়ারের আঘাতে আশিয়ানের দেশগুলো ধাপে ধাপে বুঝতে পেয়েছে সহযোগিতার নতুন পর্যায়ে সূচনা করা এবং সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ । এমন পরিস্থিতিতে "১০+৩" ও "১০+১" সহযোগিতা ব্যবস্থা চালু হয়েছে । সম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থা পূর্ব এশিয়ার সহযোগিতার এক প্রধান মাধ্যমে পরিণত হয়েছে , এবং তাকে এশিয় অঞ্চলের উন্নয়নের দিক ও সমৃদ্ধির এক গুরুত্বপূর্ণ প্রতীক বলে মনে করা হচ্ছে ।

    সম্প্রতিক বছরগুলোতে "১০+৩" ও "১০+১" সহযোগিতা ব্যবস্থা অর্থনৈতিক সহযোগিতাকে কেন্দ্রীয় বিষয় হিসেব গ্রহণ করে ক্রমেই রাজনীতি , নিরাপত্তা ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে প্রসারিত হয়েছে । ১৮ ক্ষেত্রে "১০+৩" প্রায় ৫০টি বিভিন্ন পর্যায়ের সংলাপ ব্যবস্থা স্থাপন করেছে । এর মধ্যে রয়েছে : কূটনীতি , অর্থনীতি , অর্থ , কৃষি , বন , শ্রম , পর্যটন , পরিবেশ , সংস্কৃতি , আন্তদেশীয় অপরাধ দমন , স্বাস্থ্য , শক্তি সম্পদ , তথ্য যোগাযোগ , সমাজের কল্যান ও উন্নয়ন ইত্যাদি ১৪টি মন্ত্রী সম্মেলনের ব্যবস্থা । "১০+১" পাঁচটি প্রধান সহযোগিতা ক্ষেত্র নির্ধারণ করেছে , তা হল : কৃষি , তথ্য যোগাযোগ , মানব শক্তি সম্পদের উন্নয়ন , পারস্পরিক পুঁজি বিনিয়োগ ও মেকং নদীর অববাহিকার উন্নয়ন । এই দু'টি সহযোগিতা ব্যবস্থায় অধীন প্রত্যক বছরে শীর্ষ সম্মেলন , মন্ত্রী সম্মেলন , উচ্চ পদস্থ কর্মকর্তা সম্মেলন ও কর্ম পর্যায় সম্মেলন আয়োজিত হয় ।

    আশিয়ানের ১০টি দেশ এবং চীন , জাপান , দক্ষিণ কোরিয়া প্রত্যেক বছরে নিয়মিতভাবে "১০+১" সম্মেলন আয়োজনা ছাড়া আশিয়ান অন্যান্য দেশের সঙ্গেও মাঝে মাঝে "১০+১"সংলাপ সহযোগিতা চালিয়ে থাকে ।

    চীন "১০+৩" ও "১০+১" সহযোগিতা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে । ১৯৯৭ সালে আয়োজিত অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে চীন ও আশিয়ানের নেতারা "যুক্ত ঘোষণা" প্রকাশ করে সুপ্রতিবেশী , পারস্পরিক আস্থা ও অংশীদারের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করেছেন । ২০০২ সালে চীন ও আশিয়ান "সার্বিক অর্থনৈতিক সহযোগিতা কাঠামোমূলক চুক্তি" স্বাক্ষর করে ২০১০ সালে অবাধ বাণিজ্য এলাকা গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে । ২০০৩ সালের অক্টোবর মাসে সপ্তম "১০+৩" ও "১০+১" সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আশিয়ানের ১০টি দেশের নেতাদের সঙ্গে "শান্তি ও সমৃদ্ধিমূখী রণনৈতিক ও অংশীদারী সম্পর্ক সংক্রান্ত যুক্ত ঘোষণা" স্বাক্ষর করেছেন এবং "দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তিতে" চীনের যোগদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন । ২০০৪ সালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও অষ্টম "১০+১" শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন । দু'পক্ষ "চীন-আশিয়ান সার্বিক অর্থনৈতিক সহযোগিতার কাঠামো চুক্তির পন্যদ্রব্যের বাণিজ্য চুক্তি" এবং "চীন-আশিয়ান বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চুক্তি" স্বাক্ষর করেছে।