v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-06 15:50:09    
৭ জানুয়ারী

cri
** দক্ষিণ আফ্রিকার আফ্রিকান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত

    ১৯৬৪ সালে নেলসন ম্যাণ্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য ব্যবস্থার বিরোধিতার অভিযোগে কারারুদ্ধ হন , ১৯৯০ সালেই কেবল মুক্তি পান । পরে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেণ্ট হন ।

    ১৯১২ সালের ৭ই জানুয়ারি , দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের প্রথম জাতীয় পর্যায়ের রাজনৈতিক সংগঠন--- আফ্রিকান জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় । এই সংগঠন আফ্রিকানদের সংহতি, যাবতীয় ধরনের বর্ণবৈষম্যবাদের বিরোধিতা করে এবং "বর্ণবৈষম্যমুক্ত, একীভূত ও গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকা " প্রতিষ্ঠার পক্ষপাতী।

    ১৯২৯ সালে এই সংগঠন আফ্রিকান ট্রেড ইউনিয়ন এবং দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টির সঙ্গে মিলে "আফ্রিকান জনগণের অধিকার" নামে একটি সংগঠন গঠিত হয় এবং "পাসপত্র আইন " আর " পার্মিশন ব্যবস্থা বাতিল করার দাবি জানায়। ১৯৫২ সালে এই সংগঠন দক্ষিণ আফ্রিকার ভারতীয় কংগ্রেসের সংগে যৌথভাবে " অন্যায্য আইন উপেক্ষা করার আন্দোলন " চালাতে শুরু করে । ১৯৫৫ সালের জুন মাসে এই সংগঠন "স্বাধীন সনদ প্রণয়নে অংশগ্রহণ করে এবং সকল আফ্রিকান জনগণের সমান নাগরিক অধিকার দেয়ার দাবি জানায় ।

    ১৯৬০ সালে এই সংগঠন " পাসপত্র সংক্রান্ত আইন-বিরোধী আন্দোলন" শুরু করে । পরে সংগঠনটিকে অবৈধ সংগঠন বলে ঘোষণা করা হয় । ১৯৬১ সালে এই সংগঠন " জাতীয় বল্লম" নামক সশস্ত্র সংগঠন প্রতিষ্ঠা করে এবং এর সঙ্গে সঙ্গে বিপুল প্রয়াসে রাজনৈতিক ও পররাষ্ট্র বিষয়ক নানা রকম সংগ্রাম পরিচালনা করে। দেশের ভেতরে নিজের তার প্রভাব ক্রমেই সম্প্রসারিত হতে থাকে । সংগঠনটি আফ্রিকান ঐক্য সংস্থার স্বীকৃতি ও সমর্থন অর্জন করে ।

১৯৮৯ সালে সংগঠনটি আবার বৈধ সংগঠনের মর্যাদা অর্জন করে ।

** লিন লি চীনের প্রথম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ অর্জন করেন

    ১৯৭০ সালে চীনা তরুনী সাঁতার লিন লির জন্ম হয়। ১৯৯১ সালের ৭ জানুয়ারী অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় ৪০০ মিটার মিশ্র বিভাগে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। এটা হচ্ছে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় চীনের প্রথম চ্যাম্পিয়নশীপ। এবারের প্রতিযোগিতায় ২০০ মিটার মিশ্র বিভাগেও তিনি স্বর্ণাপদক জয় করেন। ১৯৯০ সালে তিনি চীনের দশজন শ্রেষ্ঠ খেলোয়াড়ের সম্মানে ভূষিত হন।

** সামাজিক কর্মনায়িকা লিয়াও মেংসিংয়ের মৃত্যু

    ১৯৮৮ সালের ৭ জানুয়ারী চীনের বিখ্যাত সামাজিক কর্মনায়িকা চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য লিয়াও মেংসিং পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর।

    তিনি চীনের কুয়াংতুং প্রদেশের হুই ইয়াং জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন গণতান্ত্রিক বিপ্লবের পার্থকৃত্ চুংখাইও হো সিয়াংনিংয়ের মেয়ে। তরুণ বয়সে তিনি অধ্যবসায়ের সঙ্গে লেখাপড়া করতেন । ১৯২৪ সালে তিনি চীনের কোমিনটাং পার্টিতে যোগদান করেন।