চীনের বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী , ২০০৫ সালে চীন-আফ্রিকা বাণিজ্যিক মূল্য ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ছাঁড়িয়ে যাবে , অথচ ২০০৪ সালে দু'দেশের বাণিজ্যিক মূল্য ছিল ৩০ বিলিয়ন মার্কিন ডলারেরও কম ।
জানা গেছে , সম্প্রতিক বছরগুলোতে চীন-আফ্রিকা অর্থনৈতিক সহযোগিতা অব্যাহতভাবে প্রসারিত হচ্ছে এবং সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত হচ্ছে । ৫ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক মূল দ্বিগুনের বেশি বেড়েছে । আফ্রিকা থেকে চীনের আমদানি মূল্য বরাবরই আফ্রিকার কাছে চীনের রপ্তানির মূল্যের চেয়ে বেশি এবং আমদানির বৃদ্ধির হারও সবসময় রপ্তানি বৃদ্ধির হারের চেয়ে বেশী । ২০০৫ সালের পয়লা জানুয়ারী থেকে চীন তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকাবী আফ্রিকার সবচেয়ে পশচাত্পদ ২৮টি দেশের জন্য চীনে তাদের রপ্তানি দ্রব্যের উপর শুল্কমুক্ত করার সুবিধা দিয়েছে । তা ছাড়া ব্যাপারে চীনের শিল্প প্রতিষ্ঠানকে আফ্রিকায় পুঁজি বিনিয়োগের উত্সাহ দিচ্ছে ।
|