চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক--- চীনা গণ ব্যাঙ্ক চলতি বছরে অব্যাহতভাবে চলমান ভাসমান বিনিময় হার ব্যবস্থা সুসম্পন্ন করবে এবং রেনমিনপির বিনিময় হার গঠনে বাজারের চাহিদা আর সরবরাহের মৌলিক ভূমিকা পালন করবে।
আমাদের সংবাদদাতা ৫ জানুয়ারী মধ্য চীনের নানচাংয়ে অনুষ্ঠিত চীনা গণ ব্যাঙ্কের অধিবেশনে এই তথ্য জেনেছেন। চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, চীন ২০০৫ সালের জুলাই মাস থেকে রেনমিনপির বিনিময় হার গঠন ব্যবস্থার সংস্কার আরম্ভ করেছে এবং সংস্কারের পূর্বনির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। গত পাঁচ মাসে রেনমিনপির বিনিময় হারের নমনীয়তা ধাপে ধাপে বেড়েছে এবং বিদেশী মুদ্র বাজার দ্রুতই বিকশিত হয়েছে।
চীনা গণ ব্যাঙ্ক আরো জানিয়েছে, চীনা গণ ব্যাঙ্ক অব্যাহতভাবে স্থিতিশীল মুদ্রা নীতি কার্যকরী করবে, স্থিতিশীলভাবে আর্থিক সংস্কার ও উন্মুক্ততা ত্বরান্বিত করবে, অব্যাহতভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প ব্যাঙ্কের সংস্কার ত্বরান্বিত করবে, মানি লণ্ডারিং বিরোধী ব্যবস্থা জোরদার করবে, এর সঙ্গে সঙ্গে অব্যাহতভাবে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থার সঙ্গে আদান-প্রদান এবং সহযোগিতা জোরদার করবে, আন্তর্জাতিক অর্থনীতি এবং আর্থ বিষয়াদিতে চীনের ভূমিকা উন্নত করবে।
|