চীনের বৃহত্তম বেসরকারী দারিদ্র বিমোচন সংস্থা --- চীনের দারিদ্র বিমোচন তহবিল চীনের দরিদ্র জনসংখ্যার জন্য একটি উপাত্ত-ভাণ্ডার প্রতিষ্ঠা করবে, যাতে দারিদ্র বিমোচন কাজকর্মের ফলপ্রসূতা বাড়ানো যায়।
চীনের দারিদ্র বিমোচন তহবিলের উপ-মহাসচিব ওয়াং সিং জুই ৫ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, তাঁরা দারিদ্র বিমোচনের স্বেচ্ছাসেবকদের উপাত্ত ভাণ্ডারও প্রতিষ্ঠা করবেন, অর্থ এবং জানমাল দানকারী এবং সাহায্য গ্রহণকারীদের তথ্য পরিচালনা করবে , যাতে দারিদ্র বিমোচনের অর্থের স্বচ্ছতা বাড়ানো যায়।
এখন চীনের দরিদ্র জনসংখ্যা প্রায় ২ কোটি ৬০ লক্ষ। তারা প্রধানতঃ মধ্য-পশ্চিম চীনের গ্রামাঞ্চলে বাস করেন।
|