নাইজেরিয়ার রাজধানী আবুজায় সপ্তম দার্ফুর শান্তি আলোচনায় উপস্থিত আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি ৪ জানুয়ারী স্বীকার করেছেন যে, বর্তমানে সুদান সরকার ও সরকার বিরোধী সশস্ত্র দলের মধ্যে দার্ফুর এলাকায় পরবর্তী প্রশাসনিক ক্ষমতার প্রশ্নে মতভেদ রয়েছে।
আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি ব্যাখ্যা করেছেন যে, সম্প্রতি শান্তি আলোচনায় অংশ নেয়া দুটি সরকার বিরোধী সশস্ত্র সংগঠনের প্রতিনিধি ভাইস প্রেসিডেন্টের পদ বাড়ানোর প্রস্তাব উত্থাপন করেছেন। এর সঙ্গে সঙ্গে এই পদে দার্ফুর এলাকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন। এই প্রতিনিধিরা দার্ফুর এলাকার তিনটি প্রদেশকে যুক্ত করা এবং একটি স্বশাসন সরকার প্রতিষ্ঠা করার দাবিও জানিয়েছেন। কিন্তু সুদান সরকারের প্রতিনিধি সরকার বিরোধীদের উত্থাপিত উপরোক্ত শর্ত প্রত্যাখ্যান করেছেন।
|