কর আদায়ের অগ্রাধিকার নীতি পূর্ণাংগ করে দাতব্যকাজ আর চাঁদা দানে উত্সাহ দেয়ার জন্য চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রনালয় আর অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ আরো বেশি ব্যবস্থা নেবে ।
চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রনালয়ের উপমন্ত্রীলি লি কুও ৫ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন , আরো সুষ্ঠু সামাজিক পরিবেশ আর দাতব্যকাজ ও চাঁদা দানে উত্সাহ দেয়ার শর্ত গড়ে তোলার জন্য বেসামরিক প্রশাসন মন্ত্রনালয় আরো বেশি ব্যবস্থা নেবে । দীর্ঘকাল ধরে চীন বরাবরই দাতব্যকাজ ও চাঁদা দানে উত্সাহ দিয়ে আসছে এবং কর আদায়ের নীতির ব্যাপারে সংশ্লিষ্ট অগ্রাধিকার নীতি পালন করে আসছে । তবু কর আদায় বিষয়ক অগ্রাধিকার নীতি এখনো পূর্ণাংগ হয় নি বলে এই অগ্রাধিকার বাস্তবায়নের ব্যবস্থাও সহজ নয় । সুতরাং চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রনালয় সংশ্লিষ্ট বিভাগের উদ্দেশ্যে দাতব্যকাজ ও চাঁদা দান বিষয়ক কর মওকুফ নীতি আরো পূর্ণাংগ করে তোলার নির্দেশ দিয়েছে ।
|