৪ জানুয়ারী রাশিয়া আর ইউক্রেন ইউক্রেনের কাছে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রফতানির দাম আর ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোর কাছে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রফতানির জন্য প্রয়োজনীয় খরচের প্রশ্নে এক মত হয়েছে । ফলে প্রাকৃতিক গ্যাসের ব্যাপারে দুদেশ যে অচলাবস্থায় পড়েছিল , তার নিষ্পত্তি হয়েছে । রাশিয়া ও ইউক্রেন ,যুক্তরাষ্ট্র আর ই ইউ তার উচ্চ মূল্যায়ন করেছে ।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একই দিন বলেছেন , প্রাকৃতিক গ্যাসের বিষয়ে রাশিয়া আর ইউক্রেন যে মতৈক্যে পৌঁছেছে , তা দুদেশের সম্পর্ক উন্নয়নের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে । তা ই ইউ'র কাছে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য স্থিতিশীর শর্ত সৃষ্টি করবে ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ুশ্চেন্কো বলেছেন , বৈঠকে দুপক্ষ যে উচ্চ রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছে , তা দুদেশের সম্পর্ক উন্নয়নের অনুকূল হবে ।
|