জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ইয়াসুকুনিতে শ্রদ্ধা নিবেদন সম্পর্কে যে মন্তব্য প্রকাশ করেছেন , ৫ জানুয়ারী প্রকাশিত জাপানের আসাহী পত্রিকার একটি সম্পাদকীয়তে তা খন্ডণ করা হয়েছে ।
৪ জানুয়ারী জুনিচিরো একটি সংবাদ সম্মেলনে জাপানের ' ক' শ্রেণীর যুদ্ধাপরাধীদের স্মৃতিফলক সম্বলিত ইয়াসুকুনিতে তার শ্রদ্ধা নিবেদনের জন্য আরেকবার সাফাই গেয়েছেন । তিনি বলেছেন , বিদেশী সরকার তার ইয়াসুকুনিতে শ্রদ্ধা নিবেদনকে একটি কূটনৈতিক সমস্যা বলে যে মনে করছে , তা তার কাছে বোধগম্য নয় ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , জুনিচিরো কার্যকলাপ জাপান-চীন আর জাপান দক্ষিণ কোরিয়া সম্পর্কের অবনতি ঘটিয়েছে । তাকে প্রথমে দেশের অধিষ্ঠান বিবেচনা করতে হবে ।
|