৪ জানুয়ারী জাপানের বৃহত্তম বিরোধী দল--ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি মায়েহারা সেইজি মিয়ে জেলার ইসে শহরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জুনিচিরো কোইজুইমির ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পণ সংক্রান্ত ভাষণের সমালোচনা করেছেন ।
জানা গেছে, একইদিনে অনুষ্ঠিত নববর্ষের সংবাদ সম্মেলনে জুনিচিরো কোইজুইমি আরেকবার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধানিবেদনের ব্যাপারে সাফাই গেয়েছেন এবং এই ব্যাপারে চীন ও দক্ষিণ কোরিয়ার নিন্দার প্রতিবাদ করেছেন ।
মায়েহারা সেইজি বলেছেন, কোইজুইমির ভাষণ দায়িত্বজ্ঞানহীন ,এর উদ্দেশ্য হচ্ছে ইয়াসুকুনি সমাধিতে তর্পণকে স্বাভাবিক রূপ দেয়া । তিনি সমালোচনা করে বলেছেন , কোইজুইমি নিজের ভুল অস্বীকার করার কারণে প্রতিবেশী এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হারিয়ে গেছে ।
|