ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ৫ জানুয়ারী ভারতের রাজধানি নয়াদিল্লীতে বৈঠক করে দু'দেশের মধ্যকার দ্বিতীয় রেলপথ নির্মানের পুঙ্খানুপুঙ্খ সমস্যা নিয়ে আলোচনা করেছেন।
জানা গেছে, দু'দিন ব্যাপী বৈঠকে দু'পক্ষ পর্যটন ভিসা, শুল্ক বিভাগের প্রক্রিয়া, টিকিটের দাম এবং নিরাপত্তা প্রভৃতি সুনির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করেছে।
এই রেলপথ ভারতের মুনাবাও নগর এবং পাকিস্তানের খোখরাপার নগরকে যুক্ত করবে। ১৯৬৫ সালে দ্বিতীয় পাক-ভারত যুদ্ধের পর আজ পর্যন্ত এই রেলপথ বন্ধ রয়েছে।
|