মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ৪ জানুয়ারী একটি বিবৃতিতে বলেছে, ইরানের আণবিক শক্তি সংস্থার আওতাধীন নোভিন শক্তি কোম্পানি ও মেসবাহ শক্তি কোম্পানির পুঁজি ফ্রীজ অর্থাত্ হিমায়িত করার কথা ঘোষণা করেছে। কারণ কোম্পানী দু'টি ইরানের সঙ্গে পারমাণবিক অস্ত্র পরিকল্পনা বাস্তবায়ন তত্পরতায় যোগসাজশ করেছে।
বিবৃতিতে সন্দেহ করা হয়েছে, নোভিন শক্তি কোম্পানি হয়তো ইরানের পারমাণবিক পরিচালনার সংস্থায় দশ লক্ষাধিক মার্কিন ডলার দিয়েছে। এর সঙ্গে সঙ্গে মেসবাহ্ শক্তি কোম্পানি ইরানের পারমাণবিক পরিকল্পনার হেভী ওয়াটার প্রস্তাবে যোগসাজশ করেছে।
|