বর্তমানে চীনে অনাথদের সাহায্যার্থে নতুন পূর্ণাঙ্গ ব্যবস্থা গবেষণা করা হচ্ছে।
৫ জানুয়ারী চীনের বেসামরিক প্রশাসনমন্ত্রণালয়ের উপমন্ত্রী লি লিকুও পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, অনাথদের সাহায্যার্থে নতুন ব্যবস্থায় সম্পূর্ণভাবে অনাথদের প্রযত্ন নেয়া হবে,তাদের মৌলিক জীবনযাত্রা সুনিশ্চিত করা হবে এবং তাদের জন্যে জীবনযাত্রার ন্যূণতম খরচ যুগিয়ে দেয়া হবে । এর সঙ্গে সঙ্গে অনাথদের সুষ্ঠু বস্তুগত পরিবেশ দেওয়ার জন্যে সংশ্লিষ্ট বিভাগ শিশু কল্যাণ ব্যবস্থাপনা ও ছিন্নমূল শিশুদের সুরক্ষা কেন্দ্রের নির্মাণ আর রূপান্তর তাড়াতাড়ি করবে । তাছাড়া, সংশ্লিষ্ট বিভাগ শিক্ষা, চিকিত্সা, কর্মসংস্থান, ঘরবাড়ি ইত্যাদি ক্ষেত্রে অনাথদের সাহায্য দেবে ।
বর্তমানে চীনে প্রায় ৫ লক্ষ ৭০ হাজারেরও বেশী অনাথ রয়েছে । নয়া চীন প্রতিষ্ঠার পর, চীন সরকার অনাথদের প্রতি যত্নশীল নীতি পালন করে আসছে । কিন্তু তাদের জীবনযাত্রার ন্যূণতম খরচ কম আর সারা দেশের অনাথদের কেবল ক্ষুদ্রতম অংশের নিশ্চয়তাবিধান ইত্যাদি সমস্যাও রয়েছে ।
|