v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-05 15:16:07    
৬ জানুয়ারী

cri
    **চীন-তুর্কমেনিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

    তুর্কমেনিস্তান শব্দটার অর্থ : " তুর্কীদের স্থান বা দেশ । মধ্য এশিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত । তার আয়তন ৪.৮৮১ লক্ষ বর্গকিলোমিটার । লোকসংখ্যা ৪৪.৬ লক্ষ (১৯৯৫ সাল) , তার মধ্যে ৭২ শতাংশই তুর্কমেন জাতির লোক । সরকারী ভাষা হলো তুর্কমেন ভাষা । রুশ ভাষা হলো দ্বিতীয় প্রচলিত ভাষা । বেশির ভাগ নাগরিক মুসলমান (সুন্নি) । রাজধানী হলো আশগাবাত ।

    তুর্কমেনিস্তানের অর্থনীতির কাঠামো নিছক একঘেঁয়ে, দীর্ঘকাল পর্যন্ত ছিল সোভিয়েত ইউনিয়নের কাঁচামাল সরবরাহকারী স্থান । এ দেশে অর্থনীতির প্রধান অংশ হলো কৃষি ও পশুপালন । প্রধান রপ্তানী পণ্য হলো প্রাকৃতিক গ্যাস, তেল ও তেলজাত দ্রব্য এবং তূলা ।বিদেশ থেকে প্রধানত খাদ্যশস্য, মাংস ও হাল্কাশিল্পজাত দ্রব্য আমদানী করা হয়।

    ১৯১৯ সালে তুর্কমেনিস্তানে সোভিয়েত রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয় । ১৯২৪ সালে তুর্কমেনিস্তান সোভিয়েত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় । ১৯৯১ সালের অক্টোবর মাসে তুর্কমেনিস্তানের স্বাধীনতা ঘোষিত হয় এবং একই বছরে তা স্বাধিন রাষ্ট্রসমুহের কমনওয়েলথের অন্তর্ভুক্ত হয় ।

    পররাষ্ট্র ব্যাপারাদিতে তুর্কমেনিস্তান সক্রীয় নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে ।কাজাখস্তান সার্বিকভাবে এবং বিশেষ বিশেষ দেশ বা অঞ্চলের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে, অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে বস্তুনিষ্ঠ পররাষ্ট্র নীতি অনুসরণ করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অবিচল থাকে ।

    ১৯৯২ সালের ৬ই জানুয়ারি চীনের সঙ্গে তুর্কমেনিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

    ** চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান, প্রজাতন্ত্রের সামরিক প্রধান ছেন ই'র মৃত্যু

    ১৯৭২ সালের ৬ জানুয়ারী চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান, উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী, গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান, দফতর কমিটির ভাইস চেয়ারম্যান, চীনের প্রজাতন্ত্রের সামরিক প্রধান ছেন ই পেইচিংয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর।

    ছেন ই'র আরেক নাম ছিলো চুন হুং। তিনি চীনের সি ছুয়ান প্রদেশের ইউ জি জেলার লোক। ১৯১৯ সালে তিনি ফ্রান্সে লেখাপড়া করেন। ১৯২১ সালে স্বদেশে ফিরে আসেন। ১৯২২ সালে চীনের সাম্যবাদী যুবলীগে যোগদান করেন। ১৯২৩ সালে চীনা কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ১৯২৭ সালে চীনের উ হান কেন্দ্রীয় সামরিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিভাগে করেন।

    ** চীন-বোটসওয়ানা কূটনৈতিক সম্পর্ক স্থাপিত

    বোটসওয়ানা আফরিকার দক্ষিণ অঞ্চলে অবস্থিত । তার আয়তন ৫.৮২ লক্ষ বর্গকিলোমিটার । লোকসংখ্যা ১৩.২৫ লক্ষ (১৯৯৫ সাল) , তার মধ্যে ৭৫ শতাংশই বোটসওয়ানা জাতির লোক ।এর মোট আটটি প্রধান জাতি আছে। সরকারী ভাষা হলোইংরেজি । বোটসওয়ানা ভাষা হলো দ্বিতীয় প্রচলিত ভাষা ।

    ১৯৭৫ সালের ৬ জানুয়ারী চীনের সঙ্গে বোটসওয়ানার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।