ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিটির সচিব, পারমাণবিক আলোচনার প্রধানপ্রতিনিধি আলি লারি জানি ৪ জানুয়ারী তেহরানে বলেছেন, ইরান পারমাণবিক জ্বালানি গবেষণার কাজ যে পুনরুদ্ধার করবে, তাতে আলোচনার কোনো অবকাশ নেই।
লারিজানি একই দিনে সংবাদ মাধ্যমকে বলেছেন, এর আগে ইরান বিবৃতি প্রকাশ করেছে যে, পারমাণবিক জ্বালানির গবেষণা ইইউ'র সঙ্গে আলোচনার আওতায় অন্তর্ভূক্ত নয়। গবেষণা আর উত্পাদন ভিন্ন ব্যাপার। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই ইরানের পারমাণবিক জ্বালানির গবেষণার পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই।
জানা গেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি মোহাম্মদ মেহদি আখোনজাদেহ বেস্টি ৫ জানুয়ারী এই সংস্থার মহাপরিচালক মোহাম্মদ মোস্তফা এল বাড়াদির কাছে পারমাণবিক জ্বালানির গবেষণার খুঁটিনাটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা করবেন।
৪ জানুয়ারী জার্মানী সরকার ইরানের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানের কাছে একতরফা তত্পরতা না চালানোর আহবান জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান পারমাণবিক জ্বালানির গবেষণা পুনরুদ্ধার করলে ইইউ ও ইরানের প্রস্তাবিত পারমাণবিক আলোচনাকে বিপন্ন করে তুলবে।
|