লেবাননে সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ৪ জানুয়ারী বৈরুটে বলেছেন, ব্রিটেন সিরিয়ার বর্তমান কতৃপক্ষকে বদলে দেয়ার নীতি অনুসরণ করবে না।
গতকাল সন্ধ্যায় লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরার সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক তথ্য-জ্ঞাপন সভায় জ্যাক স্ট্র বলেছেন, ব্রিটেন সিরিয়ার বর্তমান কতৃপক্ষের পরিবর্তনের নীতিতে বিশ্বাসী নয়। এই ব্যাপারে সিরিয়া জনগণকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেওয়া উচিত।
স্ট্র সিরিয়ার কাছে তার প্রতিবেশী দেশ লেবাননের স্বাধিনতা ও সার্বভৌম স্বীকার করা এবং লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং পারস্পরিকভাবে দূতাবাস স্থাপনের মাধ্যমে নিজের আন্তরিকতা প্রকাশ করার আহবান জানিয়েছেন।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যার ব্যাপারে জাতিসংঘের তদন্তের কথা উল্লেখ করতে গিয়ে স্ট্র বলেছেন, সিরিয়ার তার দায়িত্ব পালন করে আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে সার্বিক সহযোগিতা চালানো উচিত।
|