৩ জানুয়ারী পর্যন্ত চীনে প্রায় ৫ হাজার ৩ শো কয়লা খনি বন্ধ হয়েছে ।
গত কয়েক বছরে চীনের কয়লা খনিগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । ফলে বহু লোক হতাহত হয়েছে । দুর্ঘটনা কমানোর জন্য গত বছর চীনের বিভিন্ন অঞ্চলে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ নিবারণ নিষ্পত্তি করা আর কয়লা খনি বন্ধ করার কাজ চালানো হয়েছে । সে সব কয়লা খনি নিরাপদ উত্পাদন মানের সংগে সংগতিপূর্ণ নয় , সে সব কয়লা খনি বন্ধ হয়েছে ।
২০০৫ সালে সমগ্র চীনের অশোধিত কয়লার উত্পাদন পরিমাণ ২০০৪ সালের অনুরুপ সময়ের তুলনায় ৭.৯ শতাংশ বেড়েছে । তবে কয়লা খনির দুর্ঘটনায় নিহতদের সংখ্যা ২০০৪ সালের তুলনায় কিছুটা কমেছে ।
|