পেইচিং থেকে প্রকাশিত পেইচিং টাইম্স্ পত্রিকার খবরে প্রকাশ, এবছর চীনে ছিন রাজবংশের প্রথম সম্রাট অর্থাত্ ছিনশিহুয়াংয়ের আমলে নির্মিত মহাপ্রাচীরের ওপর প্রথম বারের মতো তদন্ত চালানো হবে এবং তা নিয়ে একটি পূর্ণাংগ মানচিত্র তৈরী করা হবে ।
ছিনশিহুয়াং নির্মিতমহাপ্রাচীর চীনের ইতিহাসের প্রথম মহাপ্রাচীর বলে অভিহিত । নানা ঐতিহাসিক কারণে এই মহাপ্রাচীর মোটামুটি বিধ্বস্ত বা বিলুপ্ত হয়েছে । বর্তমানে শুধু ঐতিহাসিক গ্রন্থ অনুসারে তার পুরানো অবস্থা নির্ণয় করা যায় । বিশেষজ্ঞরা মনে করেন যে , এবারকার এই মহাপ্রাচীর সম্পর্কিত মানচিত্র প্রণয়ন কার্যক্রম চীনে ঐতিহাসিক গবেষণা চালাতে সাহায্য করবে ।
|