এ বছর চীনের সীমান্ত- রক্ষী গণ - নিরাপত্তা সংস্থা অব্যাহতভাবে মাদক আর চোরাচালান দমন অভিযান জোরদার করবে এবং এই সব ক্ষেত্রে সক্রিয়ভাবে আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতা চালাবে ।
৪ জানুয়ারী দক্ষিণ চীনের সিয়ামেন শহরে অনুষ্ঠিত চীনের গণ - নিরাপত্তা কর্ম- অধিবেশন সূত্রে জানা গেছে , ২০০৬ সালে চীনের সীমান্ত- রক্ষী গণ- নিরাপত্তা সংস্থা অব্যাহতভাবে ইন্টারনেটের মাধ্যমে মাদক পাচারের ওপর উচ্চ সতর্কতা বজায় রাখবে আর সীমান্ত এলাকাগুলোতে মাদক দমন অভিযান জোরদার করবে । এর সংগে সংগে অন-লাইন মাদক পাচার নির্মূল করার সংগে চীনের পুলিশ বিভাগ মায়ানমার , লাওস , থাইল্যান্ড প্রভৃতি দেশের পুলিশের সংগে ব্যাপকভাবে সহযোগিতা চালাবে ।
২০০৫ সালে চীনের সীমান্ত- রক্ষী গণ -নিরাপত্তা বিভাগ নানা ধরণের মোট সাড়ে ৪ টন মাদক আটক করেছে ।
|