এবছরের মার্চ মাসের শেষ নাগাদ চীনে প্রায় দূষণমুক্ত গাড়ি বিষয়ক নানা বাধা-নিষেধ বাতিল করা হবে ।
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ৪ জানুয়ারী এই মত প্রকাশ করেছে যে , চীন শিল্প- নীতি প্রণয়ন করে সক্রিয়ভাবে প্রায় দূষণমুক্ত গাড়ির উত্পাদন আর পুঁজিবিনিয়োগে উত্সাহ দেবে এবং বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে যানজট প্রশমনের অজুহাতে প্রায় দূষণমুক্ত গাড়ি ব্যবস্থাপনার ব্যাপারে বাধা-নিষেধ অবলম্বন না করার নির্দেশ দিয়েছে । সরকার প্রায় দূষণমুক্ত ট্যাক্সি ব্যবহারের পক্ষপাতী ।
গত বছরের প্রথমার্ধে চীনারা যে সব গাড়ি কিনেছেন , তার মধ্যে প্রায় এক -তৃতীয়াংশ ছিল প্রায় দূষণমুক্ত গাড়ি ।
|