চীনের জাতীয় বন ব্যুরো ৪ জানুয়ারী ঘোষণা করেছে, চীনের তাইওয়ানের স্বদেশবাসীদেরকে মূলভূভাগের দেয় দুটি প্যান্ডা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে, পরিকল্পনা অনুযায়ী ৬ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে এর সুনির্দিষ্ট অবস্থা প্রকাশ করা হবে।
জাতীয় বন ব্যুরোর তথ্য মুখপাত্র ছাও ছিং ইয়াও বলেছেন, ২০০৫ সালের অক্টোবর মাসে সংগৃহীত ১১টি প্যান্ডার মধ্য থেকে এ দু'টো নির্বাচিত হয়েছে। তিনি বলেছেন, বিশেষজ্ঞ গ্রুপ ১১টি নির্বাচিত প্যান্ডার আত্মীয়তা , জীবনের প্রথা অনুযায়ী বিচার-বিশ্লেষণ করে এবং কিছু সময় ধরে স্ত্রী ও পুরুষ প্যান্ডার সহাবস্থানের পর্যবেক্ষণ করার পর অবশেষে শ্রেষ্ঠ অংশীদার বেছে নিয়েছে।
প্যান্ডা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বিলুপ্তপ্রায় প্রাণীর অন্যতম, তাকে জীবন্ড জীবাশ্ম বলা হয়। এখন মাত্র হাজারাধিক প্যান্ডা বেচে আছে । এরা প্রধানতঃ চীনের সিছুয়ান এবং শা'নসি প্রদেশে বাস করে।
|