৩ জানুয়ারী নেপালস্থ জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেপালের সরকার-বিরোধী সশস্ত্র শক্তি চার মাসস্থায়ী যুদ্ধবিরতি একতরফাভাবে বন্ধ করার পর সৃষ্ট নেপালের পরিস্থিতিতে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সরকার-বিরোধী সশস্ত্র শক্তি যুদ্ধবিরতি বন্ধ করার পর নেপালের সংঘর্ষ পরিস্থিতির আরো অবনতি হবে এবং দেশ ও নিরীহ জনসাধারণ অব্যাহতভাবে যুদ্ধের বিভীষিকার শিকার হবে বলে জাতিসংঘ উদ্বিগ্ন। বিবৃতিতে নেপালের সংঘর্ষ লিপ্ত দু'পক্ষের প্রতি সংযম অবলম্বন করে সার্বিকভাবে তাদের প্রতিশ্রুকি পালন করা, আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্মান করা এবং উপযুক্ত পদক্ষেপ নিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়ন করার তাগিদ দেয়া হয়েছে।
বিবৃতিতে নেপাল সরকার এবং সরকার-বিরোধী সশস্ত্র শক্তির প্রতি নেপালে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাহায্য তত্পরতাকে সম্মান করা, আন্তর্জাতিক সংস্থা, সাহায্য-দাতা দেশ এবং বেসরকারী সংগঠন ও সংস্থাগুলোর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
|