পেইচিংয়ের কিছু মোবাইলের ব্যবহারকারী ৩ জানুয়ারী পেইচিংয়ের যোগাযোগ ব্যবস্থাপনা বিভাগের পাঠানো একটি যোগাযোগ সম্পর্কিত সতর্কমূলক এস.এম.এস পেয়েছে। এই তথ্যে একটি ধ্বসে পড়া পথ এড়িয়ে যাওয়ার সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে। এতে দেখা যায়, এস.এম.এস ক্রমাগত চীনের জনসাধারণের জরুরী ঘটনার ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে।
চীনে মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা প্রায় ৪০ কোটি। এই সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত মোবাইলের মাধ্যমে ব্যাপক পরিসরে জরুরী তথ্য প্রেরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মোবাইলের এস.এম.এসের মেসিজের মাধ্যমে অবিলম্বে জরুরী তথ্য ব্যক্তিবিশেষের কাছে পাঠানো যায়। ২০০৫ সালে চীনের চিয়াংসি ও কানসু অঞ্চলে জরুরী অবস্থায় মোবাইলের তথ্য পাঠানোর মাধ্যমে জনসাধারণকে খবর জানানো হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে চীনে দেশব্যাপী মোবাইলে আবহাওয়া ও অন্য সর্তকমূলক তথ্য পাঠানোর ব্যবস্থা চালু করার কথা বিবেচনা করা উচিত।
|