v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-04 16:12:21    
৪ জানুয়ারি

cri
    ১৯৬০ সালের ৪ জানুয়ারি ইউরোপীয় অবাধ বাণিজ্য এসোসিয়েশনের প্রতিষ্ঠা

    ১৯৬০ সালের ৪ জানুয়ারি ব্রিটেন, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যাণ্ড, অস্ট্রিয়া ও পর্তুগাল স্টকহমে "ইউরোপীয অবাধ বাণিজ্য এসোসিয়েশনের প্রতিষ্ঠা চুক্তি" স্বাক্ষর করে এবং তাতে এই এসোসিয়েশন আনুষ্ঠানিকভাবেই প্রতিষ্ঠিত হয়। পরে ফিনল্যাণ্ড ১৯৬১ সালের জুন মাসে এই এসোসিয়েশনের উপসদস্যপদ লাভ করে, আইসল্যাণ্ড ১৯৭০ সালের মার্চ মাসে এই এসোসিয়েশনে যোগদান করে। চুক্তির নিয়ম অনুযায়ী এর সদস্যদেশগুলোর মধ্যে শিল্পজাত দ্রব্যের শুল্ক ও অন্যান্য ধরনের বাণিজ্যিক বাধা ধাপে ধাপে উঠিয়ে দেয়া , অবাধ বাণিজ্য প্রবর্তন এবং কৃষিজাত দ্রব্যের বাণিজ্য সম্প্রসারণ করা হবে ।

    এখন এই এসোসিয়েশনের ৬টি সদস্যদেশ আছে, তা'ছাড়া আছে দুটি উপসদস্যদেশ : ফিনল্যাণ্ড এবং লিয়েচটেনস্টেইন। ইউরোপীয় অবাধ বাণিজ্য এসোসিয়েশনের সদরদফতর জেনিভায় অবস্থিত। এই সংস্থা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্য অঞ্চলে পরিণত হয়েছে ।

    ১৯৯২ সালের ৪ঠা জানুয়ারি চীন - তাজিকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    তাজিকিস্তান মধ্যএশিয়ার দক্ষিণপুর্ব অংশে অবস্থিত । তার আয়তন ১.৪৩১ লক্ষ বর্গকিলোমিটার । লোকসংখ্যা ৬৩.৭৫ লক্ষ (২০০৩ সাল) । তাজিকিস্তানের লোকসংখ্যার মধ্যে ৭০.৫ শতাংশই তাজিক এবং ২৬.৫ শতাংশ উজবেক জাতি। সরকারী ভাষা হলো তাজিক ভাষা । রুশ ভাষা হলো দ্বিতীয় প্রচলিত ভাষা । তাজিকিস্তানের প্রধান ধর্ম হলো ইসলাম । সুন্নি মুসলমানদের সংখ্যা বেশি, শিয়াদের সংখ্যা কম ।

    তাজিকিস্তানের রাজধানী হলো দুশানবে ।

    তাজিকিস্তানের অর্থনৈতিক কাঠামো খুব সরল । তার প্রধান রপ্তানী পণ্য হলো : তূলা, কচি ভেড়ার চামড়া, কার্পেট, আঙ্গুরের মদ ইত্যাদি । বিদেশ থেকে প্রধানত লোহা, ট্রাক্টর মটরগাড়ি, সিমেণ্ট, রাসায়নিক সার ইত্যাদি আমদানী করা হয় ।

    ১৯২৪ সালের অকটোবর মাসে তাজিকিস্তান সোভিয়েত স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় , যা উজবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত ছিল । ১৯২৯ সালের ডিসেম্বরে এর নাম তাজিক সোভিয়েত প্রজাতন্ত্রেপরিবর্তিত হয় এবং দেশটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় । ১৯৯০ সালের ২৪শে আগষ্ট এ দেশের সার্বভৌমত্বের ঘোষণাপত্র প্রকাশিত হয় । পররাষ্ট্র ব্যাপারাদিতে তাজিকিস্তান সার্বিকভাবে , বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্র নীতি অনুসরণ করে, সক্রীয়ভাবে পশ্চিমা দেশগুলোর সংগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রয়াস চালায়, যাতে পাশ্চাত্যের দেশগুলোর কাছ থেকে সাহায্য ও পুঁজিবিনিয়োগ পাওয়া যায় ।

    ১৯৯২ সালের ৪ঠা জানুয়ারি চীনের সংগে তাজিকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে ।

    ১৯৯২ সালের ৪ জানুয়ারি চীন ও ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

    ইউক্রেন ইউরোপের পূর্বাংশে অবস্থিত । তার আয়তন ৬.৩৩৭ লক্ষ বর্গকিলোমিটার, লোকসংখ্যা ৪.৭১ কোটি। তার মধ্যে ৭২.৭ শতাংশ ইউক্রেন জাতি এবং ২২ শতাংশ হলো রুশ জাতির লোক । সরকারী ভাষা ইউক্রেন ভাষা। তবে নাগরিকরা মোটামুটি সবাই রুশ ভাষা বুঝতে ও বলতে পারেন। রাজধানী কিয়েভ । দেশের প্রধান ধর্ম অর্থোডক্স খৃষ্টান।

    ইউক্রেনের শিল্প ও কৃষি বেশ উন্নত । প্রধান রফতানী পণ্য হলো লোহা ও লোহাজাত দ্রব্য, কয়লা, লৌহ আকরিক, রাসায়নিক দ্রব্য, কম্পিউটার, চিনি। আমদানী পণ্য প্রধানত অশোধিত তেল , হেভি ওয়েল , প্রাকৃতিক গ্যাস , ট্রাক , সুতী কাপড়, পশমী কাপড় ইত্যাদি।

    ইউক্রেন ছিল সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রজাতন্ত্র । ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষিত হয় ।এখন ইউক্রেন স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েল্থের সদস্যদেশ। ইউক্রেন ১৯৯২ সালের ৪ জানুয়ারি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।