ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ সাইদি ৩ জানুয়ারী ঘোষণা করেছেন , ইরান পারমাণবিক জ্বালানির গবেষণার কাজ আবার শুরু করবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক সমাজের মধ্যে প্রক্রিয়া দেখা দিয়েছে।
সাইদি ৩ জানুয়ারী তেহরানে বলেছেন, ইরান আগামী কয়েকদিনের মধ্যে দু'বছর ধরে বন্ধ হয়ে থাকা পারমাণবিক জ্বালানির গবেষণার কাজ আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তিবি বলেছেন, এই গবেষণা শুরু হওয়ার পরও ইরানের সকল তত্পরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে চলবে।
এই সিদ্ধান্তের পরিপ্রোক্ষিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহাম্মদ এল বাড়াদি ৩ জানুয়ারী বলেছেন, ইরানের সকল পারমাণবিক তত্পরতা বন্ধ করাই হলো আস্থা স্থাপনের এক চাবিকাঠি স্থানীয় ব্যবস্থা। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই দিনে ইরানের পারমাণবিক জ্বালানি গবেষণা পুনরুদ্ধার করার বিরোধিতা জানিয়েছে।
অন্য এক খবরে জানা গেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ রেজা আসেফি ৩ জানুয়ারি বলেছেন, আগামী ৭ জানুয়ারী রাশিয়ার একটি পারমাণবিক প্রতিনিধি দল ইরানে পৌছবে। প্রতিনিধি দল ইরানের কাছে ইউরেনিয়ামের ঘনীভাব সম্পর্কে আনুষ্ঠানিক প্রস্তাব দাখিল করবে।
|