ইন্টার ফ্যাক্স বার্তা সংস্থা ৩ জানুয়ারীর খবরে জানা গেছে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দার আলেক্সেয়েভ রাশিয়া-চীন সম্পর্ক সম্বন্ধে বলেছেন, গত এক বছরে রাশিয়া-চীন সম্পর্ক দু'দেশের সম্পর্কের ইতিহাসে সর্বোচ্চ মানে বিকশিত হয়েছে।
আলেক্সেয়েভবলেছেন, রাশিয়া ও চীন দু'পক্ষের মৌলিক স্বার্থ বিবেচনা করে পারস্পরিক সুবিধাজনক এবং উপকারিতামূলক ভিত্তিতে দীর্ঘস্থায়ী স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করেছে এবং সর্বজনীন আন্তর্জাতিক আইন অনুসরণের ভিত্তিতে মিলিতভাবে আন্তর্জাতিক সম্পর্কের সুষম পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে। তিনি বলেছেন, রাশিয়া ও চীনের রণনৈতিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।
কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা প্রসঙ্গে আলেক্সেয়েভ বলেছেন, এই সমস্যা সমাধানের প্রক্রিয়ায় রাশিয়া ও চীনের সহযোগিতার প্রতি তিনি সন্তোষ বোধ করেন। তিনি মনে করেন, এই রকম সহযোগিতা পুরোপুরি রাশিয়া-চীন পারস্পরিক আস্থাবান রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের কক্ষপথে অন্তর্ভুক্ত হয়েছে।
|