সম্প্রতি ২০০৫ সালে চীনের পত্র-পত্রিকার বিকাশ সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে । এই রিপোর্টের পরিসংখ্যান অনুযায়ী , চীনে প্রকাশিত ডেইলি পত্রিকার সংখ্যা বিশ্বের ডেইলি পত্রিকার মোট সংখ্যার প্রায় ১৫ শতাংশ হয়েছে । ডেইলি পত্রিকার সংখ্যার দিক থেকে চীনের স্থান প্রথম ।
চীনের পত্র-পত্রিকার ইতিহাস , বর্তমান অবস্থা আর ভবিষ্যত সম্পর্কিত শ্বেতপত্রমূলক পেশাগত রিপোর্ট হিসেবে চীন সরকার প্রথম বারের মতো এই রিপোর্ট প্রকাশ করেছে ।
রিপোর্টে বলা হয়েছে , বর্তমানে চীনে সকল সংখ্যালঘুজাতির ১৩টি লিখিত ভাষায় মোট ৯০টি সংবাদপত্র প্রকাশ করা হয় । তা ছাড়া চীনে ইংরেজী আর রুশ ভাষাসহ ১৩টি বিদেশী ভাষায় সংবাদপত্র প্রকাশ করা হয় ।
এর সংগে সংগে রিপোর্টে বলা হয়েছে , চীনে ডেইলি পত্রিকার মাথাপিছু গড়পড়তা সংখ্যা বিশ্বের গড়পড়তা মানের চেয়ে অনেক কম এবং সংবাদপত্র প্রকাশনার উত্কৃষ্টতা আরো উন্নত করা প্রয়োজন ।
|