সিরিয় সরকার ২ জানুয়ারী এই মত প্রকাশ করেছে যে , দেশ বিদ্রোহের অভিযোগে সিরিয়ার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আবদুল হালিম হাদ্দামকে বিচার করা হবে ।
সিরিয় সরকার বলেছে , মন্ত্রী পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দেশ বিদ্রোহের অভিযোগে হাদ্দামকে বিচার করবে এবং তার দুর্নীতি নিযে কতকগুলো ধারাবাহিক তদন্ত চালাবে । এর সংগে সংগে হাদ্দামের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ।
হাদ্দাম গত সপ্তাহের শুক্রবার ফ্রান্সে আরব টেলিভিশন কেন্দ্রকে দেয়া সাক্ষাত্কারে প্রথমবার এই সত্যতা প্রকাশ করেছেন যে , লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী হারিরি আততায়ীর গুলিতে নিহত হবার আগে সিরিয় প্রেসিডেন্ট বাশার তার বিরুদ্ধে হুমকী দিয়েছিলেন ।
|