চীনের তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী , এ পর্যন্ত তিব্বতে ৩৮টি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকা গড়ে তোলা হয়েছে । এ সব এলাকার আয়তন ৪লক্ষ৮হাজার ৩ শো বর্গ - কিলোমিটারে দাঁড়িয়ে চীনের শীর্ষস্থান অধিকার করেছে ।
বর্তমানে তিব্বতে ১২৫ জাতের রাষ্ট্রীয় বিরল বন্য প্রাণী আর ৩৯ জাতের রাষ্ট্রীয় বিরল বন্য উদ্ভিদ আছে । প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকাগুলোতে এ সব প্রাণী ও উদ্ভিদ সুরক্ষা পাচ্ছে ।
দক্ষিণ-পশ্চিম চীনে অবস্থিত তিব্বত স্বায়ত্ত শাসিত অঞ্চলের আয়তন ১২ লক্ষ বর্গ কিলোমিটার । তার গড়পড়তা উচ্চতা সমুদ্র সমতলের তুলনায় ৪ হাজার মিটারেরও বেশি উঁচু ।
|