আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওবাসানজো ২ জানুয়ারী রাজধানী আবুজায় বলেছেন, আফ্রিকান ইউনিয়নের নেতারা ৪ জানুয়ারী লিবিয়ার রাজধানী ট্রিপোলিতে সম্মেলন অনুষ্ঠান করবেন। তাঁরা সুদান ও চাদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাসংকুল পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
তিনি বলেছেন, সম্মেলনে সুদান ও চাদের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি সম্পর্কে আফ্রিকান ইউনিয়ন উত্থাপিত একটি তদন্ত রিপোর্ট নিয়েই প্রধানত আলোচনা করা হবে। এর সঙ্গে সঙ্গে সম্মেলনে পশ্চিম সুদানের দার্ফুর এলাকার পরিস্থিতি নিয়েও পরামর্শ করা হবে।
|