চীন পরিসংখ্যান ও তথ্যের গুণগতমানের তত্ত্বাবধান ও মূল্যায়নের ব্যবস্থা স্থাপন এবং উন্নত করবে এবং বিভিবন্ন প্রদেশ, স্বায়ত্ত শাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরের পরিসংখ্যানের তত্ত্বাবধান ও মূল্যায়ন জোরদার করবে।
এই সিদ্ধান্ত চীনে সম্প্রতি সংশোধিত" পরিসংখ্যান আইন বাস্তবায়নের নিয়মে" নির্ধারিত হয়েছে। এই নিয়ম ১লা ফেব্রুয়ারি চালু হবে।
সংশোধিত নিয়মে আরো বলা হয়েছে, চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো পাঠানো তত্ত্বাবধান গ্রুপ বিভিন্ন কর্তব্যের দায়ীত্ব পালন করবে। তারা আইনের ভিত্তিতে পরিদর্শন চালিয়ে স্বাধীনভাবে পরিসংখ্যানের রিপোর্ট করবে। পরিসংখ্যান আইন লংঘনের আচরণের বিরুদ্ধে শাস্তি দেয়ার নিয়মও নির্ধারিত করা হয়েছে।
|